টানা বৃষ্টিতে ভোলায় তরমুজ চাষীদের অবস্থা এখন ভরাডুবি

টানা বৃষ্টিতে ভোলায় তরমুজ চাষীদের অবস্থা এখন ভরাডুবি
মো. সাইফুল ইসলাম, ভোলা: গ্রীষ্মকালের উপদেয় একটি ফলের নাম হচ্ছে তরমুজ। প্রতিবছর এই সময়ে এই ফলটির চাষ হয়ে থাকে। আর এই মৌসুমে ভোলায়ও এ বছর এই ফলটির চাষ করা হয়েছে। কিন্তু হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের ফলে টানা কয়েক দিনের বৃষ্টিতে এবার বড় একটি আশঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মাঝে। যদিও তরমুজের জন্য বৃষ্টিপাত খুব ভালো তবে অতিরিক্ত বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি তরমুজের জন্য খুবই ক্ষতিকর। এক্ষেত্রে ভোলায় যদিও এখনো পর্যন্ত শিলা বৃষ্টির দেখা না দিলেও টানা কয়েকদিনের বৃষ্টিপাত তলিয়ে গেছে খেত। এতে করে ক্ষতির অনেকটা আশঙ্কা দেখা দিয়েছে এই ব্যবসায়ীদের মাঝে। তারা জানান অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে তলিয়ে যায় খেত।আর পানিতে ভর্তি হয়ে যাওয়ার ফলে অতিরিক্ত পানিতে গাছে পচন রোগ সৃষ্টি হয়। এছাড়া বৃষ্টিপাতের পর যদি খরা দেওয়া হয় তখন যদি পানি হঠাৎ করে শুকিয়ে যায় তবে মাটি শুকিয়ে গাছ মরে যাওয়ার আশঙ্কা আছে বলে জানান। অন্যদিকে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে তরমুজের যেই ছোট ছোট গুটি বের হয়েছে সেগুলো মাটির নিচে চাপা পড়ে যাওয়ায় ফলে ফলন অনেকটা কমে যাওয়া ও তার সাথে সাথে গাছ মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। তাই বিরুপ আবহাওয়া চাষীদের এখন বড় ক্ষতির কারন।এর পাশাপাশি টানা বৃষ্টিতে এখন সাধারন মানুষদের ও ঝামেলা পোহাতে হচ্ছে।আবহাওয়া অফিস বলেছেন টানা আরো কয়েকদিন বৃষ্টি থাকতে পারে। তবে বাংলাদেশের সর্বত্র ই এখন বৃষ্টিপাত হচ্ছে। অতিরিক্ত বৃষ্টিপাত এখন ব্যাবসায়ীদের ভরা ডুবির কারন।